শুক্রবার ১১ জুলাই ২০২৫ - ১৬:৩৩
যুক্তরাষ্ট্রের হাতে প্রয়োজনীয় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মাত্র ২৫ শতাংশ অবশিষ্ট রয়েছে

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক পরিকল্পনাগুলোর পূর্ণ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মাত্র ২৫ শতাংশ বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক মাসগুলোতে ব্যাপক ব্যবহার ও মোতায়েনের ফলে এই মজুত বিপজ্জনকভাবে হ্রাস পেয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: এই সংকটজনক পরিস্থিতি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ডেপুটি ডিফেন্স সেক্রেটারি স্টিফেন ফেইনবার্গ অস্ত্র সরবরাহের গন্তব্য পুনর্মূল্যায়নের জন্য ইউক্রেনে নতুন করে ক্ষেপণাস্ত্র প্রেরণ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজের আগে সাংবাদিকদের জানান, তিনি ইউক্রেনে “আরও কিছু অস্ত্র” পাঠাবেন। তবে তিনি স্পষ্ট করেননি যে এই অস্ত্রের মধ্যে প্যাট্রিয়ট সিস্টেম থাকবে কি না।

একইসঙ্গে, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানান যে, অস্ত্র সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত তিনি নেননি। বরং, যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুতের ওপর একটি সামগ্রিক পর্যালোচনার নির্দেশ দিয়েছিলেন মাত্র।

অস্ত্র হস্তান্তর স্থগিতের এই সিদ্ধান্তের পেছনে মূল ভূমিকা রেখেছে পেন্টাগনের বৈশ্বিক গোলাবারুদের ট্র্যাকার সিস্টেম, যা ন্যূনতম অস্ত্র মজুতের সীমা নির্ধারণ করে থাকে। যৌথ বাহিনীর চিফস অফ স্টাফ ও প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এই সিস্টেম পরিচালনা করে।

তথ্যমতে, ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর কারণে বিগত কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের বহু গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুত সেই নির্ধারিত সীমার নিচে রয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য মজুদের পর্যালোচনা শুরু করে। মধ্যপ্রাচ্যে হুথিদের বিরুদ্ধে অভিযানে ও ইসরায়েলের সহায়তায় অতিরিক্ত প্যাট্রিয়ট মোতায়েনের পর বিষয়টি আরও জটিল হয়ে ওঠে।

পরিস্থিতি আরও সঙ্কটজনক হয় গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর, যখন ইরান প্রতিশোধমূলকভাবে কাতারের আল-উদেইদ ঘাঁটির দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সেই হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র প্রায় ৩০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

এই প্রেক্ষাপটে প্রতিরক্ষা নীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি এলব্রিজ কলবি একটি “সুপারিশ স্মারক” প্রস্তুত করেন। এতে অস্ত্র মজুত সংরক্ষণের জন্য একাধিক বিকল্প উপস্থাপন করে তা ফেইনবার্গের দপ্তরে পাঠানো হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha